Apple (আপেল)

আপেল একটি পরিচিতি ফল সকলের কাছে। এ ফলটি একটি রসালো ফল। এটি খেতে খুবই ভালো লাগে। এ ফল খাবার সময় অন্যান সকলের ফলের মত পরিপাটি করা প্রযোজন নেই। এটা সাধারনত হাতে নিয়েও খাওয়া যায়। আপলে খেলে শরীরের মধ্যে শক্তি হয়।  আমাদের সকলের প্রতিদিন কিছু পরিমানে আপেল খাওয়া উচিত। যাদের সমর্থ নেই তাদের চেষ্টা করতে হবে অন্তত সাপ্বাহে একবার খাওয়া।  আপেল সাধারনত ইউরোপে বেশি হয়ে থাকে। ফলের দোকানের সুন্দর্যের প্রতীক হচ্ছে আপেল। আপেলের দাম বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপেল বাচ্চারাও খুব পছন্দ করে। তাই প্রতিদিন আপনার বাচ্চার জন্য বাসায় আপেল নিয়ে যান। 

No comments:

Post a Comment