Jack-fruit (কাঠাল)

Jack-fruit is the fruit of a juicy fruit. This fruit contains a lot of vitamins. Jack-fruit eating in all of the body's most abundant energy. However, there may be an increased risk of getting hectic summer eating in the Jack-fruit. Eat better for less heat Jack-fruit. Jack-fruit is the national fruit in Bangladesh of the contacts all over the world. The most commonly grown Jack-fruit in Bangladesh. Several developed countries under the Jack-fruit. We could eat cooked as raw Jack-fruit. Pure Jack-fruit cooked  to eat very nice.  Generally, the heat ripe Jack-fruit. Jack-fruit seeds or grain that we eat cooked.  It seemed like to eat a lot of potatoes. Gram of protein for animal feed such as Jack-fruit can use.  In other words, we can say that the result of a Jack-fruit which can not be grown there. So I would suggest everybody that regular eating Jack-fruit.

Thanks to All
Md Delower Hossain

ফলের মধ্যে কাঠাল হলো একটি রসালো ফলের। এ ফলের প্রচুর ভিটামিন রয়েছে। কাঠাল খেলে সকলের শরীর এর মধ্যে প্রচুর পরিমানে শক্তি হয়। তবে গরমের মধ্যে কাঠাল খেলে অস্থির লাগার সম্ভবনা থাকতে পারে। এর জন্য গরমে কাঠাল কম খাওয়া ভালো। বাংলাদেশের জাতীয় ফল হলো কাঠাল এ কথা সারা বিশ্বে পরিচিতি । সবচেয়ে বেশি কাঠাল বাংলাদেশে  জন্মায়। এ ছাড়া কাঠাল সকল দেশে কম বেশ  জন্মায়। কাচা কাঠাল আমরা তরকারী হিসাবেও রান্না করে খেতে পারি। কাঠালের রান্না করা তরকারী খেতে খুব সাধু। কাঠাল সাধারনত গরমে পাকে। কাঠালের বিচি বা দানা আমরা রান্না করে খেতে পারি। এটি খেতে অনেকটা আলুর থেকে ভালো লাগে। কাঠালের ছোলা পশুর জন্য আমিষ জাতীয় খাবার হিসাবে ব্যবহার করতে পারি। এক কথায় আমরা বলতে পারি কাঠাল একটি এমন ফল যার কিছুই ফলানো যায়না। তাই আমার পরামর্শ থাকবে সকলে নিয়মিত কাঠাল খান। 

সকলকে ধন্যবাদ
মো: দেলোয়ার হোসেন

No comments:

Post a Comment